
স্পোর্টস ডেস্ক : চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে মোহাম্মদ সিরাজকে বারবার দেখা গেছে ব্যাটসম্যানদের এলবিডব্লিউর আবেদন করে আম্পায়ারের দিকে না তাকিয়েই উদযাপন শুরু করে দেন তিনি। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও এমনটা দেখা গেছে। সিরাজের এ ধরনের আচরণের নাম দিয়েছে ‘সেলিব্রাপিলস’। অর্থাৎ উদ্যাপন করতে করতে আবেদন।
তবে এলবিডব্লিউর আবেদন করে আম্পায়ারের দিকে না তাকিয়েই উদযাপন করাটাকে আম্পায়ারের প্রতি অপমান হিসেবে দেখছেন সাবেক অজি ফাস্ট বোলার স্টুয়ার্ট ক্লার্ক। ‘বিগ স্পোর্টস ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বলেছেন, ‘ট্রাভিস হেডের সঙ্গে যা হয়েছে, এটা তার চেয়েও খারাপ। ব্যাপারটি সামনে আসার পর এ নিয়ে বহুবার আলোচনা হয়েছে। বলা হয়েছে, তুমি এটা করতে পারো না। আম্পায়াররা এ ব্যাপারে স্বচ্ছ, নিয়মও তা-ই বলছে যে তোমাকে ঘুরে তাকাতে হবে এবং আম্পায়ারকে সম্মান জানাতে হবে। এটা মোটেও ভালো দৃশ্য ছিল না। সে দৌড়াতেই থাকে এবং আউটের দাবি করে। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটসম্যানদের ব্যাটের কিনারা ছুঁয়ে প্যাডে লেগেছে।’
এদিকে মাইকেল ক্লার্ক এটিকে আম্পায়ারের প্রতি অসম্মান হিসেবে দেখছেন। আর এখনও আইসিসি তাকে শাস্তি দিচ্ছে না বলে অবাক অস্ট্রেলিয়াকে ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতানো এই সাবেক অধিনায়ক। একই অনুষ্ঠানে মাইকেল ক্লার্ক বলেন, ‘আম্পায়ারের দিকে না তাকিয়েই এভাবে এলবিডব্লুর আবেদন করতে থাকায় সিরাজকে জরিমানা করা উচিত। সে ব্যাটসম্যানের প্যাডে বল লাগিয়েই দৌড়াতে থাকে, যেন ব্যাটসম্যান আউট হয়ে গেছে। আইসিসি এখনও তাকে জরিমানা না করায় আমি বিস্মিত। আমার মনে আছে, যখন আমি খেলতাম, তখন এ ধরনের ঘটনা ঘটলে জরিমানা করা হতো।’
তবে আম্পায়ারের প্রতি সম্মান না দেখানোর কারণে সিরাজের জরিমানা হবে কি না সেটা পড়ে জানা যাবে। তবে আইসিসি থেকে শিগগিরি দুঃসংবাদ শুনতে পারেন সিরাজ ও হেড। অ্যাডিলেটে হেডকে বোল্ড করে প্যাভিলিয়নের দিকে ইশারা করায় শাস্তি পেতে পারেন সিরাজ। আর সিরাজের কাছে বোল্ড হওয়ার পর হেড কিছু একটা বলেছেন বলে তার-ও শাস্তি হতে পারে।
কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০০