
স্পোর্টস ডেস্ক : পেশাদার ফুটবলে এখন পর্যন্ত ৮৬৬ ম্যাচ খেলা হয়ে গেছে জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়্যারের। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন তিনি। জার্মান কাপে শেষ ষেলোর লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ৩৮ বছর বয়সী গোলকিপারকে।
প্রতিপক্ষ ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পংকে রুখতে গিয়ে তাকে আঘাত করে বসেন নয়্যার। আর এই বাজে ফাউলের ঘটনায় তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। ক্লাব বা জাতীয় দলের হয়ে এর আগে কখনোই এমন অভিজ্ঞতা হয়নি নয়্যারের। ক্যারিয়ারে ২৩ বার হলুদ কার্ড দেখলেও সরাসরি লাল কার্ডের ঘটনায় বিব্রত হন তিনি।
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মাঠ ছাড়ার সময় অনুতপ্ত দেখা যায় নয়্যারকে। বের হওয়ার সময় কোচকে সেটা আকারে ইঙ্গিতেও বুঝিয়েছেন। নয়্যারের দুঃস্বপ্নের দিনে হেরে গেছে তার ক্লাব বায়ার্ন। লেভারকুসেন ১-০ গোলে হারিয়ে দিয়েছে ২০ বারের জার্মান কাপ জয়ীদের।
কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৪