ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কিংস্টন টেস্ট জয়ের পর সব কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন মিরাজ

Ayesha Siddika | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ - ০৪:০৬:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবার টেস্ট দলের দায়িত্বে দেখা গেছে মেহেদী হাসান মিরাজকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার নেতৃত্বে বাংলাদেশ প্রথম টেস্ট হারলেও, দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে টাইগাররা। টেস্টে প্রথমবার দায়িত্ব নিয়ে জয় পাওয়া মিরাজের ক্যারিয়ারের একটি বড় সফলতা বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।’

জয়ের সব কৃতিত্ব খেলোয়াড়দের দিয়ে মিরাজ বলেছেন, ‘জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না। সব খেলোয়াড়ের জন্যই অনেক কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে, ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি।’

দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ইতিবাচক খেলার নির্দেশনা দিয়েছিলেন মিরাজ। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের একটা কথা বলেছি, এই উইকেটে ইতিবাচক চিন্তা ছাড়া খেললে অনেক কঠিন হবে। যেহেতু আমরা (প্রথম ইনিংসে) লিড পেয়েছি ১৮ রানের, এখানে রান করাটা খুব গুরুত্বপূর্ণ।

আমরা জানি যে এই উইকেটে যদি আমরা ২৫০ রান করতে পারি, আমাদের জন্য ম্যাচটা জেতা সহজ হবে। বার্তাটা এই ছিল যে খেলোয়াড়েরা ইতিবাচক খেলবে।’টেস্টের পর এবার বাংলাদেশকে মনোযোগ দিতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ওয়ানডে সিরিজ। 

 

 

কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০২

▎সর্বশেষ

ad