
স্পোর্টস ডেস্ক : সিটির একাদশে কেভিন ডি ব্রুইনাকে না দেখে অবাক হয়ে সাবেক ম্যানইউ ডিফেন্ডার গ্যারি নেভেল বলেন, ‘সিটির ড্রেসিং রুমে নিশ্চিতভাবেই কিছু একটা চলছে।’ তার সঙ্গে একমত হয়ে সাবেক লিভারপুল খেলোয়াড় জেমি ক্যারাঘারও এই কথা বলেছেন। তাদের সেই কথারই জবাব দিয়েছেন সিটি বস পেপ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা নিজেই এই প্রসঙ্গে কথা বলেছেন। সেখানে পেপ কড়া জবাব দিয়েছেন।
গার্দিওলা বলেন, ‘লোকে বলাবলি করছে, কেভিনের সঙ্গে নাকি আমার ঝামেলা চলছে। আপনাদের কি মনে হয়, কেভিনকে খেলতে পারলে আমার ভালো লাগবে না? নাহ, আমিই কেভিনকে খেলাতে চাই না। ফাইনাল থার্ডে সবচেয়ে প্রতিভাবান ছেলে যে, তাকে আমি খেলাতে চাই না। ৯ বছর একসঙ্গে থাকার পর তার সঙ্গে আমার সমস্যা হচ্ছে এখন…।’
ডি ব্রুইনাকে সেরা একাদশে কেনো রাখেননি পেপ, সেটারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। গার্দিওলা বলেন, ‘এই ক্লাবের সবচেয়ে বড় সাফল্য আমাকে উপহার দিয়েছে সে। তবে এটা বুঝতে হবে, সে চোটের কারণে পাঁচ মাস বাইরে ছিল, আবার দুই মাস বাইরে ছিল। তার বয়স ৩৩। নিজের সেরাটা খুঁজে পেতে তার সময় লাগবে। গত মৌসুমের মতো ধাপে ধাপে হবে।
সে এভাবেই চেষ্টা করবে এবং সময়ের সঙ্গে ভালো অনুভব করবে। তাকে সেরা রূপে ফিরে পেতে আমি নিজেও মরিয়া।’সবশেষ সাত ম্যাচের ছয়টিতে পরাজিত ও একটিতে ড্র করা গার্দিওলার দল বুধবার (৪ ডিসেম্বর) প্রিমিয়ার লিগে খেলবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে।
কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:০০