ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ডি ব্রুইনার সঙ্গে বিবাদ, যা বললেন গার্দিওলা

Ayesha Siddika | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ - ০২:০৫:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : সিটির একাদশে কেভিন ডি ব্রুইনাকে না দেখে অবাক হয়ে সাবেক ম্যানইউ ডিফেন্ডার গ্যারি নেভেল বলেন, ‘সিটির ড্রেসিং রুমে নিশ্চিতভাবেই কিছু একটা চলছে।’ তার সঙ্গে একমত হয়ে সাবেক লিভারপুল খেলোয়াড় জেমি ক্যারাঘারও এই কথা বলেছেন। তাদের সেই কথারই জবাব দিয়েছেন সিটি বস পেপ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা নিজেই এই প্রসঙ্গে কথা বলেছেন। সেখানে পেপ কড়া জবাব দিয়েছেন।

গার্দিওলা বলেন, ‘লোকে বলাবলি করছে, কেভিনের সঙ্গে নাকি আমার ঝামেলা চলছে। আপনাদের কি মনে হয়, কেভিনকে খেলতে পারলে আমার ভালো লাগবে না? নাহ, আমিই কেভিনকে খেলাতে চাই না। ফাইনাল থার্ডে সবচেয়ে প্রতিভাবান ছেলে যে, তাকে আমি খেলাতে চাই না। ৯ বছর একসঙ্গে থাকার পর তার সঙ্গে আমার সমস্যা হচ্ছে এখন…।’

ডি ব্রুইনাকে সেরা একাদশে কেনো রাখেননি পেপ, সেটারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। গার্দিওলা বলেন, ‘এই ক্লাবের সবচেয়ে বড় সাফল্য আমাকে উপহার দিয়েছে সে। তবে এটা বুঝতে হবে, সে চোটের কারণে পাঁচ মাস বাইরে ছিল, আবার দুই মাস বাইরে ছিল। তার বয়স ৩৩। নিজের সেরাটা খুঁজে পেতে তার সময় লাগবে। গত মৌসুমের মতো ধাপে ধাপে হবে।

সে এভাবেই চেষ্টা করবে এবং সময়ের সঙ্গে ভালো অনুভব করবে। তাকে সেরা রূপে ফিরে পেতে আমি নিজেও মরিয়া।’সবশেষ সাত ম্যাচের ছয়টিতে পরাজিত ও একটিতে ড্র করা গার্দিওলার দল বুধবার (৪ ডিসেম্বর) প্রিমিয়ার লিগে খেলবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে।

 

 

কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad