ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নাহিদ রানার প্রশংসায় সাবেক ক্যারিবীয় ও অজি তারকা

Ayesha Siddika | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ - ১০:০৪:৫৭ পিএম

ডেস্ক নিউজ : ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ক্রেইগ ব্রাফেট, কাভেম হজদের তার গতি দিয়ে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন নাহিদ রানা। বাংলাদেশের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নাহিদ রানা প্রশংসা করে বলেছেন, ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করলে উইকেট পাবেনই। 

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে তাদের প্রথম ইনিংসে ১৪৬ রানেই অলআউট করেছে বাংলাদেশ। দিন শেষে নাহিদ রানাকে নিয়ে বোলিং কোচ বলেছেন, ‘আমরা জানতাম কোনো না কোনো পর্যায়ে এমনটা হবে। আপনি যখন ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করবেন, আপনি উইকেট পাবেনই। আমাদের ওকে দেখেশুনে রাখতে হবে। এ কারণেই ও প্রথম ম্যাচ খেলেনি। ভাগ্য ভালো যে ওর আশেপাশে তাসকিন ও হাসানের মতো পেসার আছে, যারা মাঠে ও মনোযোগ ঠিক রাখে।’ 
 
নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার সামুয়েল বদ্রি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিওতে তিনি বলেছেন, ‘তাদের (বিসিবি) হাতে একটি রত্ন আছে। নাহিদ রানাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তার গতি ব্যতিক্রমী এবং দ্রুততম। কিন্তু তার নিয়ন্ত্রণ, কোয়ালিটি ইমপ্রেসিভ। কেবল তিনি (নাহিদ) ভালো করলে বাংলাদেশ ক্রিকেটও ভালো করবে।’ 
 
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটা ব্র্যাড হগ নাহিদ রানার প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসের পুরোটা সময় ধারাবাহিকভাবে একই গতিতে বল করা সত্যিই ইমপ্রেসিভ। নাহিদ রানার জন্য অসাধারণ ৫ উইকেট, সামনে তার রোমাঞ্চকর ক্যারিয়ার।’ 
 
শুধু এই দুই তারকাই নন, এর আগেও আরও অনেক তারকা ক্রিকেটাররা নাহিদ রানার প্রশংসা করেছেন। বিশেষ করে তার গতির জন্য তাকে অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। বিসিবির প্রকাশিক এক ভিডিওতে নাহিদ রানা বলেছেন, ‘ব্যাটসম্যান এখানে অনেক কিছু চেষ্টা করে, তাই বোলারদের বেশি কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করা ভালো।’

 

 

কিউটিভি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad