ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

হাইব্রিড মডেল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন শোয়েব আখতার

Ayesha Siddika | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ - ০৮:৫৪:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের জন্য দুইটি শর্ত দিয়েছে পিসিবি। প্রথমটি হল—পিসিবিতে আইসিসির রাজস্ব হার আরও বাড়াতে হবে। দ্বিতীয়টি হচ্ছে—২০৩১ সাল পর্যন্ত যেসব ইভেন্টগুলো ভারতে আয়োজন হবে সেই আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিবে না পাকিস্তান।

তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার চাঞ্চল্যকর একটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, এরই মধ্যে হাইব্রিড মডেলের জন্য চুক্তি সই হয়ে গেছে। তবে এককভাবে পিসিবির টুর্নামেন্ট আয়োজনের দাবি যৌক্তিক বলে মনে করেন ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির বল করা এই পেসার।

শোয়েব বলেন, ‘আপনি আয়োজকস্বত্ব ও রাজস্বের জন্য অর্থ পাচ্ছেন। এটি ঠিক আছে- আমরা সবাই এটি বুঝতে পারি। পাকিস্তানের অবস্থানও যুক্তিসঙ্গত। তাদের একটি শক্তিশালী অবস্থান বজায় রাখা উচিত ছিল, কেন উচিত হবে না? একবার যদি আমরা আমাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে সক্ষম হই এবং তারা (ভারত) আসতে ইচ্ছুক না হয়, তাদের উচিত আমাদেরকে উচ্চ হারে রাজস্বের ভাগ দেয়া। এটাই ভালো সিদ্ধান্ত।’

বর্তমানে আইসিসি থেকে ৩৭ শতাংশের বেশি রাজস্ব পায় ভারত। আর পাকিস্তান পায় ৫ শতাংশের কিছু বেশি। ভারতের এই রাজস্ব কমিয়ে পাকিস্তানের রাজস্ব বাড়ানোর শর্ত দিয়েছে পিসিবি।     

 

 

কিউটিভি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad