ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

ওয়ানডে সিরিজের দল ঘোষণা, জায়গা হয়নি সাকিবের

Anima Rakhi | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ - ০৭:৫০:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় সম্মান বাঁচানোর লড়াই করছে বাংলাদেশ টেস্ট দল। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। আর এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে কুঁচকিতে চোট পান শান্ত। যে কারণে মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। এবার ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। তাই টেস্টের পর ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মিরাজ।

এ ছাড়াও এই সিরিজে থাকছেন না মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়কেও। তারাও চোটের কারণে ছিটকে গেছেন আসন্ন এই সিরিজ থেকে। তবে প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন। দলে জায়গা হয়নি সাকিব আল হাসানেরও।

অন্যদিকে বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলা জাকির হাসান। তবে জায়গা ধরে রেখেছেন সদ্য অভিষেক হওয়া নাহিদ রানা।

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

কিউটিভি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad