ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

টেস্টে শচীনের কীর্তি গুঁড়িয়ে দিলেন রুট

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৩:৩২:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজের একটি চতুর্থ ইনিংসে রান করা। যে কারণে চতুর্থ ইনিংসে অল্প পুঁজি নিয়েও অহরহ ম্যাচ জিততে দেখা যায় দলগুলোকে। সেই চতুর্থ ইনিংসেই এবার রান করে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার জো রুট। চতুর্থ ইনিংসে রান করার বিচারে এই ব্যাটার এখন ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও।

রুটের আগে এই কীর্তি ছিল শচীনের নামের পাশে। চতুর্থ ইনিংসে ১৬২৫ রান ছিল শচীনের। যেই কীর্তি গড়তে শচীন খেলেছিলেন ৬০ ইনিংস। সেই কীর্তি এবার ১১ ইনিংস কম খেলেই ভেঙে দিয়েছেন রুট। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১০৪ রানের। সেই রান তুলতে ইংল্যান্ড সময় নিয়েছে মাত্র ১২.২ ওভার। যা ১০০ প্লাস রান চেজ করার সময় চতুর্থ ইনিংসে সবচেয়ে দ্রুততম।

১৫০তম টেস্ট খেলতে নেমে শচীনের রেকর্ড ভেঙে দেওয়ার আগে রুট পেরিয়ে যান স্বদেশীয় এলিস্টার কুক (১৬১১) এবং গ্রেম স্মিথের (১৬১১) রান। চতুর্থ ইনিংসে দুটো শতরান, আটটা ফিফটি রয়েছে রুটের। যেখানে তার গড় ৪০ প্লাস।

রুটের এই রানের মোট ৬২০ রান কাজে এসেছে ইংল্যান্ডের জয়ে। জাতীয় দলের জয়ের ক্ষেত্রে চতুর্থ ইনিংসে শচীনের রান ৭১৫। এই তালিকায় একমাত্র দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের রান ১০০০ পেরিয়েছে। টেস্টের মোট রান সংখ্যায় শচীনকে (১৫৯২১) পেরোতে হলে রুটকে (১২৭৭৭) এখনও করতে হবে ৩১৪৪ রান। যদিও শচীনের তুলনায় ইয়র্কশায়ারের এই সুপারস্টার ৫৫ ইনিংস কম খেলেছেন।

ক্রাইস্টচার্চ টেস্টের প্ৰথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে অভিষেককারী নাথান স্মিথের বলে ৪ বলে শূন্য করে ফিরতে হয় রুটকে। ১৫০ তম টেস্ট ম্যাচে ডাক করার কীর্তিতে রুট ছুঁয়ে ফেলেছিলেন স্টিভ ওয়া এবং রিকি পন্টিংকে।

টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক রান

 

 

কিউটিভি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩০

▎সর্বশেষ

ad