ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

লজ্জা থেকে আশরাফুলকে মুক্তি দিলেন মুমিনুল

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০২:৩৬:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হক আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে লজ্জাজনক একটি রেকর্ড গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে শূন্য রানে আউট হয়ে মুমিনুল এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি নিজের করে নিয়েছেন।

মুমিনুলের এই শূন্যটি তার টেস্ট ক্যারিয়ারে ১৭তম। এতে করে তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। আশরাফুল ৬১ টেস্টে ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। মুমিনুল তার ৬৯তম টেস্টে এই বিব্রতকর রেকর্ডটি নিজের করে নেন।

জ্যামাইকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের শুরুটা খুবই খারাপ হয়। প্রথম ইনিংসে মাত্র ১০ রানে ২ উইকেট হারিয়ে ফেলে দলটি। মুমিনুল হক ৬ বল খেলে কেমার রোচের বলে শূন্য রানে আউট হন। দিন শেষে সাদমান ইসলামের অপরাজিত ফিফটির কল্যাণে কিছুটা স্বস্তি পায় বাংলাদেশ।

স্বাগতিক দল উইন্ডিজ প্রথম দিনে ৩০ ওভারে তিনটি ক্যাচ মিস করে। এর মধ্যে দুটি সাদমান এবং একটি শাহাদাত হোসেনের।

এদিকে মুমিনুলের লজ্জার রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেট টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ টানা ৮৬টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। তিনি কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সকে ছাড়িয়ে এই কীর্তি স্থাপন করেন। ২০১৪ সালের জুন থেকে ব্রাফেট একটি টেস্টও মিস করেননি।

কিউটিভি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৩৬

▎সর্বশেষ

ad