ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

সিরিজ নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা

Anima Rakhi | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ - ০২:০৯:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা। আর এই ম্যাচে টস হেরে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।

শনিবার (৩০ নভেম্বর) সিরিজ নিশ্চিতের ম্যাচে মিরপুরে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ফুরফুরে মেজাজেই মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি টাইগ্রেসরা। আগের ম্যাচের জয়ী একাদশেই মাঠে নামছে তারা।

এই সিরিজটি টাইগ্রেসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইসিসি উইমেন্স চ‌্যাম্পিয়নশিপে সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। এজন‌্য দ্বিপাক্ষিক সিরিজে জয় খুব জরুরী। তাই বাংলাদেশও চাইছে সবকটি ম‌্যাচ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে।

আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। আট দলের আসরে সরাসরি জায়গা পাবে ছয় দল। স্বাগতিক ভারতের সঙ্গে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্য শীর্ষ পাঁচ দল সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপে। বাকি দুই দল নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে।

উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন ৯ নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। সিরিজ বাকি আছে আর দুটি। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে। কাজটা তাই ভীষণ কঠিন। এজন‌্য আয়ারল‌্যান্ডের বিপক্ষে ভালোভাবে সিরিজটি শেষ করতে চান জ‌্যোতি।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

কিউটিভি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০৯

▎সর্বশেষ

ad