ব্রুকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ - ০২:১৫:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩১৯ রান। হ্যারি ব্রুক ১৩২ এবং অধিনায়ক বেন স্টোকস ৩৭ রানে অপরাজিত আছেন। এখনও ২৯ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড।

এক সময় ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে দলের হাল ধরেন দুই ইনফর্ম ব্যাটসম্যান হ্যারি ব্রুক এবং অলি পোপ। দুই জন মিলে গড়েন ১৫১ রানের জুটি। এই জুটি ভাঙেন সাউদি। ৭৭ রান করে ফেরেন পোপ।

তবে ব্রুক দলের ত্রাতা হয়ে খেলছিলেন। তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের সপ্তম শতক। দিন শেষে বেন স্টোকসের সঙ্গে ৯৭ রানের জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন ব্রুক।

এদিকে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে কিউইদের ফিল্ডিংয়ে ছিল খুবই হতাশাজনক। সারাদিনে ছয়টি ক্যাচ ছেড়েছে তারা। যার মধ্যে ব্রুকেরই ছিল চারটি। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার নাথান স্মিথ। ৮৬ রানে ২ উইকেট নিয়েছেন এই পেসার। একটি করে উইকেট পেয়েছেন সাউদি, হেনরি এবং ও’রউরকে।   

 

 

কিউটিভি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/দুপুর ২:১২

▎সর্বশেষ

ad