ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

মায়ামির কোচ হিসেবে মাচেরানোকে পেলেন মেসি

Anima Rakhi | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ - ০৩:৪৭:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : অবশেষে ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লিওনেল মেসির সতীর্থ হাভিয়ের মাচেরানো। মায়ামির কোচ হওয়ার আগে মাচেরানো সর্বশেষ কোচ ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের। 

এর আগে মেসি ও মাচেরানো জাতীয় দলে দীর্ঘদিন সতীর্থ হিসেবে ছিলেন। তারা বার্সেলোনাতেও খেলেছেন একসঙ্গে। সেই সূত্রে আরও তিন সাবেক সতীর্থকেও কোচিং করাতে যাচ্ছেন মাচেরানো। 

বার্সেলোনার দিনগুলোতে যে খেলেছিলেন সার্জিও বুসকেটস, লুইস সুয়ারেজ আর জর্দি আলবার সঙ্গেই। 

টাটা মার্টিনো ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়ার পর দলটির সম্ভাব্য কোচের তালিকায় জাভি হার্নান্দেজের নাম শোনা যাচ্ছিল। সঙ্গে ছিল মাচেরানোর নামটা। 

আপাতত মাচেরানোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে মায়ামি। চুক্তি সংক্রান্ত আনুষ্ঠিকতা শেষে মেসিদের সঙ্গে কাজ শুরু করবেন ৪০ বছর বয়সী মাচেরানো।

আর্জেন্টিনার রিভার প্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাচেরানো পেশাদার ক্যারিয়ারে খেলেছেন ব্রাজিলের করিন্থিয়ানস, ইংল্যান্ডের ওয়েস্ট হাম ও লিভারপুলে। ক্যারিয়ারের লম্বা একটা সময় স্পেনের বার্সেলোনায়। বার্সার হয়ে পাঁচবার লা লিগা জেতা মাচেরানো জিতেছেন দু’টি চ্যাম্পিয়নস লিগও। জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ। 

কিউটিভি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৭

▎সর্বশেষ

ad