বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ

Anima Rakhi | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ - ০২:০৫:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়া থেকে ভেসে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সুখবর এসেছিল। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। কেননা জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএল আসর।

তবে সুখবর মিলেছে রিশাদের। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিএলে রিশাদের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘রিশাদকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২৯ ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দিবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে সে।’

বিগ ব্যাশ টুর্নামেন্টটি চলবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। শুধু দু’টি ম্যাচ খেলার সুযোগ থাকছে রিশাদের সামনে। ২১ ও ২৭ ডিসেম্বর।
 

কিউটিভি/অনিমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০৫
▎সর্বশেষ

ad