
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। আর্জেন্টিনার হয়ে সবশেষ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন তিনি। তবে বিশ্বকাপ নিয়ে মেসি নিজেও খোলাসা করে বলছেন না। বরং এর চেয়ে জীবনে সুস্থ ও সুখে থাকাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। ফুটবল ইতিহাসে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে সবচেয়ে বেশি দলীয় ট্রফি (৪৬) জেতা খেলোয়াড় এখন মেসি। তাই তাকে আমেরিকা লেজেন্ড পুরস্কার প্রদান করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
সেই অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে মেসি বলেন, ‘সময় এলে দেখা যাবে। আমি ভবিষ্যতের দিকে তাকাতে পছন্দ করি না। একইভাবে দ্রুত সময়কে পার করতে চাই না। প্রতিটি দিনই আমি উপভোগ করার চেষ্টা করি। আশা করি, এই পর্যায়ে এসে আমি এমন খেলা ধরে রাখতে পারব, যাতে করে ভালো ও সুখে থাকতে পারি। ’‘যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি। ’
বিশ্বকাপ জেতার পর ফুটবলের মেসির অর্জনের আর কিছুই বাকি নেই। তবে ইন্টার মায়ামির হয়ে নিজেকে সফল দেখতে চান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিনি বলেন, ‘নিজের সব স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং শৈশবে যা কল্পনা করেছি তার চেয়েও বেশি অর্জন করেছি। ইশ্বর আমাকে সেই সুযোগ করে দিয়েছি। একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জয়, সেটাও আমি অর্জন করতে পেরেছি। ’
‘আমার প্রাণের ক্লাব বার্সেলোনাতেও আমি প্রচুর শিরোপা জিতেছি। প্যারিসেও জিতেছি, আর এখন ইন্টার। আরও অনেক কিছুর জন্য এ লড়াই চালিয়ে যেতে চাই। এখানে (মায়ামি) যখন পা রেখেছি, তা অবসর নেওয়ার জন্য নয়। আমরা এখানে এসেছি দলটিকে বড় করার জন্য এবং শিরোপা জিতে উন্নতির পথে সাহায্য করার জন্য। আমরা ইতোমধ্যেই কিছু শিরোপা জিতেছি এবং আরও কিছু অর্জনের কাছাকাছি আছি। ’
সময় যে ফুরিয়ে আসছে সেটা মেসি ঠিকই উপলব্ধি করছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে মনুমেন্তাল স্টেডিয়ামে (বলিভিয়া ম্যাচে) লোকে আমার এবং আমার সতীর্থদের নামে চিৎকার করেছে। আর্জেন্টিনার হয়ে অনেক খারাপ সময় পার করেছি, তবে বর্তমান সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আমি এটা উপভোগ করছি কারণ সময় ফুরিয়ে যাচ্ছে। ’
কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০০