ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বাবরের বিকল্প রিজওয়ান: সাবেক তারকা অলরাউন্ডার

Anima Rakhi | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০২:৩২:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি পিসিবি। বেশ কয়েকজন আছেন সম্ভাব্য অধিনায়কের দৌড়ে। যা নিয়েই এখন ভাবছে পিসিবি। এ কাজে তাদের পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ব্যাটার মুদাসসর নাজার।

পাকিস্তানের সাবেক এই ব্যাটিং অলরাউন্ডারের মতে, পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া পাকিস্তানের আর তেমন কোনো বিকল্প নেই বলেও মত তার।

পাকিস্তানের হয়ে ৭৬টি টেস্ট ও ১২২টি ওয়ানডে খেলা এই ব্যাটার বলেন, ‘এই মুহূর্তে, তাদের কোন বিকল্প নেই। তারা রিজওয়ান ছাড়া সবাইকে চেষ্টা করেছে। তাদের রিজওয়ানকে অধিনায়ক করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না অভ্যন্তরীণভাবে শীর্ষ ব্যবস্থাপনা রিজওয়ানকে নিয়ে খুব খুশি, কিন্তু তারা তাকে বেছে নিতে বাধ্য হবে। অন্যথায়, তারা যদি বাবর আজমের মতো পরিস্থিতি তৈরি করে তবে একজন সিনিয়র খেলোয়াড়কে অধিনায়ক করা এবং তারপরে তার অধীনে কাউকে তৈরি করা ভালো।’

কেবল সাদা বলে নয় সব ফরম্যাটেই রিজওয়ানকে নেতৃত্ব দেওয়ার পক্ষে নাজার। বলেন, ‘আমার মতে, তিন ফরম্যাটেই রিজওয়ানকে অধিনায়ক করা পাকিস্তানের পক্ষে ভাল হবে। এই দৃষ্টিকোণটি একটি ঐক্যবদ্ধ নেতৃত্ব কাঠামোর ধারণার সাথে যায়, যা দলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত পরিকল্পনাকে প্রবাহিত করতে পারে।’

পাকিস্তানের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের পেছনেও অধিনায়কের দায় দেখেন নাজার। বলেন, ‘পাকিস্তান দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের সাথে অধিনায়কত্বের দ্রুত পরিবর্তনের অনেক বিষয় জড়িত। তরুণ খেলোয়াড়দের অধিনায়ক করা হয়েছিল এবং তারপর তাদের সরিয়ে দেওয়া হয়েছিল, যা দলে গ্রুপিং বাড়িয়েছে। এটা শুধু পাকিস্তানের সমস্যা নয়।’

কিউটিভি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩২

▎সর্বশেষ

ad