ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডারসহ নিহত ৪৪০

Anima Rakhi | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ১০:৪৮:২০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলের চলমান স্থল অভিযানে হিজবুল্লাহর ৪৪০ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এদের মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছেন বলে জানান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। খবর বিবিসি’র।

গতকাল শনিবার (৫ অক্টোবর) রাতে এক প্রদিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে ড্যানিয়েল হাগারি বলেছেন, গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছে। তবে হিজবুল্লাহ তাদের কতজন সদস্য নিহত হয়েছে তা জানায়নি।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একটি হিসেবে বর্ণনা করেছেন।

ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অস্ত্রাগারের একটি বড় অংশ ধ্বংস করতে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ তার শহর ও নাগরিকদের ওপর এ ধরনের হামলা মেনে নেবে না এবং ইসরায়েলও তা মেনে নেবে না। ইসরায়েলের দায়িত্ব এবং অধিকার আছে আত্মরক্ষা করার। এই হামলার জবাব আমরা দেবো।

কিউটিভি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৪৬

▎সর্বশেষ

ad