ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

যে কারণে ব্যবসা শুরু করেন বক্তা মাওলানা তারিক জামিল

Ayesha Siddika | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ - ০৩:৪২:৪১ পিএম

ডেস্ক নিউজ : পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিল জানান, তিনি কেন ব্যবসা শুরু করেন? এর উত্তরে বলেন, দ্বীনের খেদমতের জন্য। নিজের নামেই ব্রান্ডের নাম দেন ‘MTJ’। নিজের ভারিফায়েড ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।

২০০০ সালে তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেই মাদ্রাসার ফান্ডের জন্য তিনি পাবলিক জাকাত-সাদকা সংগ্রহ করতেন না বরং তার নিকটাত্মীয় ও বন্ধুদের সাহায্যে চালাতেন।
 
করোনাকালীন সবার ব্যবসায় ধস নামে। তিনি লক্ষ্য করলেন তার মাদ্রাসার ফান্ড ক্রাইসিস দেখা দিয়েছে। কী করা যায় এটা ভাবতে গিয়ে তার ব্যবসার কথা মাথায় আসে। অন্যের কাছে হাত পেতে জাকাত-সদকার টাকা সংগ্রহ না করে নিজে ব্যবসা করে মাদ্রাসা চালাবেন এমন পরিকল্পনা করেন।
 
পরিকল্পনা মাফিক তিনি ব্যবসা শুরু করেন। বর্তমানে MTJ ব্রান্ড পাকিস্তানের একটি সম্ভাবনাময় ব্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছে। ব্যবসার গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি আলেমদেরকে উদ্বুদ্ধ করেন- তারা যেন ব্যবসায়ী হন। এতে করে অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না।
 
তিনি বলেন, ‘আমরা যে মাজহাব মেনে চলি- সে মাজহাবের ইমাম আবু হানিফা (রহ.) ছিলেন তার যুগের শ্রেষ্ঠ ব্যবসায়ী।’ইমাম সুফিয়ান আস-সাওরী (রহ.)-এর এক ছাত্র ব্যবসা করতে অস্বীকৃতি জানায়। সে জানালো, ব্যবসা করতে সে ইচ্ছুক না। এটা শুনে সুফিয়ান আস-সাওরী তাকে ধমক দিলেন।

তিনি বললেন, চুপ থাকো! আলেমগণের হাতে যদি দিনার-দিরহাম না থাকে, তাহলে ধনীরা তাদেরকে ইচ্ছেমতো ব্যবহার করবে! আলেমগণ যাতে মানুষ থেকে অমুখাপেক্ষী থাকেন, সেজন্য ইমাম ইবনুল জাওজি (রহ.) আলেমগণকে আত্মনির্ভরশীল হতে আহ্বান জানান।

 

 

কিউটিভি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad