সেনাবাহিনীর হাতে চার চোরাকারবারী আটক

Ayesha Siddika | আপডেট: ১২ আগস্ট ২০২৪ - ০৬:৫৬:৪৯ পিএম

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : সেনাবাহিনীর একটি টিম নেত্রকোনার দুর্গাপুরের আত্রাই খালী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ চারজন চিনি চোরাচালানকারীকে আটক করেছে। সেনা বাহিনী আটককৃতদের সোমবার ৩১ বিজিবির কাছে হস্তান্তর করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সীমান্তের অপার ভারত থেকে কতিপয় চোরাচালানী দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন, পুলিশ, রাজনৈতিক সব কিছু ম্যানেজ করে চোরাই পথে দেশে চিনি আমদানী করছিল। সাম্প্রতিক সময়ে দেশের এই অবস্থায়ও অবৈধপথে চিনি আনা বন্ধ হয়নি। রোববার গভীর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সীমান্ত দিয়ে চিনি আনা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম দুর্গাপুর উপজেলা আত্রাইখালী বাগান এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ চারজন চোরাকারবারীকে আটক করে। আটককৃত চিনির আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। চিনি চোরাকারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের আটকের জন্য আটককৃত চার চোরাকারবারী নাম প্রকাশ করা হয়নি।

নেত্রকোনার সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার জানান, দুর্গাপুরে অবৈধভাবে চিনিসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad