
ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিবিদ্ধ হয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিন দিন চিকিৎসাধীন থাকার পর কলেজছাত্র মোহাম্মদ রফিউল ইসলাম সাদ অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
কর্তব্যরত চিকিৎসকরা বোর্ড বসে সকাল ১০টার দিকে ওই কলেজছাত্রকে মৃত বলে ঘোষণা করেন।
রফিউল ইসলাম সাদ ধামরাই উপজেলার কায়েতপাড়া মহল্লার মো. শফিকুল ইসলামের ছেলে ও সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে সোমবার দুপুর ১২টার দিকে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কলেজছাত্র মোহাম্মদ রফিক রফিকুল ইসলাম সাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিওতে লাইভ সাপোর্টে রাখা হয়।
ছেলের মরদেহ দেখে মা বাবা ভাই বোন ও পরিবারের সব সদস্য বারবার মূর্ছা যাচ্ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ছিল ছাত্রদের একটি ন্যায়সঙ্গত আন্দোলন। পুলিশ তাকে নির্বিচারে গুলি করে। অপরাধী ওই পুলিশ সদস্যের অবশ্যই কঠোর বিচার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
কিউটিভি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ১১:০৩





