ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

‘রাতেই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট, রোববারের মধ্যে মোবাইল ডাটা চালু’

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৪ - ০৭:৩২:০০ পিএম

ডেস্ক নিউজ : রাতের মধ্যেই বাসা-বাড়িসহ সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা (পরীক্ষামূলক) চালু হবে। সেই সঙ্গে সোম-রোববারের মধ্যে মোবাইল ডাটা চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

তিনি বলেছেন, আজ রাত থেকে সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চারু করা হবে। কালকে (বৃহস্পতিবার) সারাদিন পর্যবেক্ষণ করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে পুরোদমে চালুর। ইন্টারনেট যাতে নিরবিচ্ছিন্নভাবে চালু করা যায় আমরা সেভাবেই কাজ করব।

বুধবার (২৪ জুলাই) আগারগাঁও-এর বিটিআরসি ভবনে পরীক্ষামূলক ইন্টারনেট চালু সংক্রান্ত এক প্রেস বিফ্রিং-এ তিনি এসব কথা বলেন। পলক বলেন, দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করছিলাম। আজ রাত থেকে বাসা-বাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে। 

এরআগে, ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন- আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকও জানিয়েছিলেন, রাতের মধ্যেই বাসা-বাড়িতে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপিত হতে পারে।

এদিকে পাঁচদিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

 

 

কিউটিভি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad