
স্পোর্টস ডেস্ক : সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের সাবেক মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের ফুটবল থেকে বিদায়ের খবরটি দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তবে থিয়াগোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা বা বিবৃতি পাওয়া যায়নি।
ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী ফুটবলার ম্যাজিনহোর বড় ছেলে থিয়াগোর জন্ম ইতালিতে। ২০০৮ সালে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। ব্রাজিলের হয়ে খেলার সুযোগ থাকলেও তিনি স্পেনকেই জাতীয় দল হিসেবে বেছে নেন। ২০১১ সালে মাত্র ২০ বছর বয়সে স্পেন জাতীয় দলে সুযোগ পান থিয়াগো। বার্সেলোনার হয়ে ঠিক ১০০টি ম্যাচ খেলে ১১টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেন তিনি। ক্লাবটির হয়ে চারবার লা লিগা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতেন।
২০১৩ সালে বায়ার্ন মিউনিখে পাড়ি জমান থিয়াগো। বায়ার্নে সাত বছরের ক্যারিয়ারে সাতবার বুন্দেসলিগা ও একবার চ্যাম্পিয়ন্স লিগ এবং অন্যান্য শিরোপা জেতেন। বায়ার্নের হয়ে ২৩৫ ম্যাচ খেলে ৩১টি গোল ও ৩৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।
২০২০ সালে বায়ার্ন ছেড়ে ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দেন থিয়াগো। অলরেডদের হয়েও এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জিতেছেন তিনি। লিভারপুলের জার্সিতে ৯৮ ম্যাচ খেলে ৩ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন তিনি। শেষ কয়েক মৌসুম ধরেই ইনজুরির কারণে ভুগছেন তিনি।
সবশেষ ২০২৩-২৪ মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলিয়ে মাত্র ৫ মিনিট খেলতে পেরেছেন তিনি। স্পেন জাতীয় দল থেকে ২০২১ সালে অবসরের ঘোষণা দেয়ার আগে ৪৬ ম্যাচে ২ গোল করেছেন থিয়াগো।
কিউটিভি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ১১:৪০