ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

স্পেনের সাবেক তারকা থিয়াগোর অবসরের গুঞ্জন

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৪ - ১১:৪২:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের সাবেক মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের ফুটবল থেকে বিদায়ের খবরটি দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তবে থিয়াগোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা বা বিবৃতি পাওয়া যায়নি।

ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী ফুটবলার ম্যাজিনহোর বড় ছেলে থিয়াগোর জন্ম ইতালিতে। ২০০৮ সালে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। ব্রাজিলের হয়ে খেলার সুযোগ থাকলেও তিনি স্পেনকেই জাতীয় দল হিসেবে বেছে নেন। ২০১১ সালে মাত্র ২০ বছর বয়সে স্পেন জাতীয় দলে সুযোগ পান থিয়াগো। বার্সেলোনার হয়ে ঠিক ১০০টি ম্যাচ খেলে ১১টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেন তিনি। ক্লাবটির হয়ে চারবার লা লিগা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতেন।

২০১৩ সালে বায়ার্ন মিউনিখে পাড়ি জমান থিয়াগো। বায়ার্নে সাত বছরের ক্যারিয়ারে সাতবার বুন্দেসলিগা ও একবার চ্যাম্পিয়ন্স লিগ এবং অন্যান্য শিরোপা জেতেন। বায়ার্নের হয়ে ২৩৫ ম্যাচ খেলে ৩১টি গোল ও ৩৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।

২০২০ সালে বায়ার্ন ছেড়ে ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দেন থিয়াগো। অলরেডদের হয়েও এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জিতেছেন তিনি। লিভারপুলের জার্সিতে ৯৮ ম্যাচ খেলে ৩ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন তিনি। শেষ কয়েক মৌসুম ধরেই ইনজুরির কারণে ভুগছেন তিনি।

সবশেষ ২০২৩-২৪ মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলিয়ে মাত্র ৫ মিনিট খেলতে পেরেছেন তিনি। স্পেন জাতীয় দল থেকে ২০২১ সালে অবসরের ঘোষণা দেয়ার আগে ৪৬ ম্যাচে ২ গোল করেছেন থিয়াগো।

 

 

কিউটিভি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ১১:৪০

▎সর্বশেষ

ad