বেনাপোল ভারতীয় পন্যবাহী ট্রাকে ফেনসিডিল চালক আটক ট্রাক জব্দশ

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৪ - ০৬:৩৮:৩৯ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল স্থল বন্দরে ভারত থেকে আমদানীকৃত পন্যবাহী ট্রাক থেকে ফেনসিডিল জব্দ করেছে বেনাপোল কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকৃত পন্যবাহী ট্রাকে তল্লাশী করে চালকের সিটের নিচে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করে কাস্টমস। যার ট্রাক নং ডাব্লু বি ২৫ ই ২৩৭২। এ সময় কাস্টমস গাড়ির চালক রফিকুল মন্ডল (২৪)কে আটক করেছেন।

আটক রফিকুল ভারতের পেট্রাপোল এলাকার নাসির উদ্দিন মন্ডলের ছেলে। অবৈধ্য ভাবে ফেনসিডিল চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে আটক রফিকুলকে বেনাপোল পোর্ট থানায় সোপদ্য করা হয়েছে। বেনাপোল কাস্টমস জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১০ টার দিকে বন্দরের ৩১ নং শেডে রক্ষিত ভারতয়ি পন্যবাহী ডাব্লু বি ২৫ ই ২৩৭২ নং ট্রাকে তল্লাশী করা হয়। এ সময়র ট্রাক চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথলো চৌধুরী জানান, বন্দর থেকে ফেনসিডিল উদ্ধার হওয়া ভারতীয় পন্যবাহী ট্রাক জব্দ করা হয়েছে। তিনি বলেন উদ্ধারকৃত মাদক ও ট্রাক চালককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন সন্দেহ জনক আরও ভারতীয় পন্যবাহী ট্রাকে তল্লাশী করা হবে বলে জানাান। দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল দিয়ে একটি অসাধূ চক্র দর্ঘিদিন ধরে বৈধ্য আমদানিকৃত পন্যের সাথে মাদক, অস্ত্র ও আমদানি নিষিদ্ধ পন্য নিয়ে আসছেন বলে জানান বেনাপোল বন্দর সংশ্লিষ্ঠরা।যে কারনে ইতিমধ্যে আমদানিকৃত ভারতীয় পন্যবাহী ট্রাক থেকে মাদক, অস্ত্র ও আমদানি নিষিদ্ধ পন্য আটক করেছে গোয়েন্দা, কাস্টমস ও বিজিবি।

বেনাপোল বন্দর ও কাস্টমস এর সাথে জড়িত সিএন্ডএফ এর একাধিক সূত্র জানান,ফেনসিডিল আটকের ব্যাপারটি ধামা চাপা দিতে একটি মহল দৌড় ঝাপ শুরু করেছে। কারন ফেনসিডিল আটক ভারতীয় পন্যবাহী ট্রাকের পন্যের সাথে বেনাপোলের একটি বড় সিএন্ডএফ জড়িত। অভিযোগ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গোপনে বৈধ্য পন্যের সাথে অবৈধ্য পন্য নিয়ে এসে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল অথ্যের মালিক হচ্ছে একটি কুচক্র ব্যবসায়ী।

এসব কুচক্রি কিছু ব্যবসায়ী কাস্টমস ও বন্দরের কিছু অসাধূ কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধ্য রাজস্ব ফাঁকির ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরকারী দলের সাথে জড়িত থাকায় এরা রয়েছে রধা ছোয়ার বাহিরে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।

 

 

কিউটিভি/আয়শা/০২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

▎সর্বশেষ

ad