
ডেস্ক নিউজ : জেলার সদর উপজেলায় মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামি সজিব খান ওরফে ফিরোজ খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ জুন) সকালে সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়ায় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সজিব খান এ গ্রামের শাহজাহান খান ওরফে গোলজার খানের ছেলে। পুলিশ জানায়, রোববার সকালে গোপনে সংবাদ পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আসামি সজিব খানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালত থেকে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কিউটিভি/আয়শা/৩০ জুন ২০২৪,/বিকাল ৫:১৪