বিজয়নগরে ডেভিলব্রেথ পার্টির ৩ সদস্য আটক। 

Ayesha Siddika | আপডেট: ২৯ জুন ২০২৪ - ০৪:২৬:২৯ পিএম
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শয়তানের নিঃশ্বাস পার্টির ৩ সদস্য আটক করেছে স্থানীয় জনতা। তারা হলেন,১/ লিমা গ্রাম, পিতা শাহ আলম, গ্রাম কালিকোচ্ছ থানা সরাইল জেলা ব্রাহ্মণবাড়িয়া।

২ / সাজ্জাদ হোসেন, পিতা -সিরাজ মিয়া, গ্রাম- রাধানগর, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া,
৩/ আশিক মিয়া পিতা হারুন মিয়া, গ্রাম সুলতানপুর, উপজেলা সদর ব্রাহ্মণবাড়িয়া, 
তাদের ঠিকানাও  নাম নিয়ে আমরা সন্ধিহান। শনিবার ২৯ জুন সকাল সাড়ে ৯ টায় উপজেলা চর ইসলামপুর ইউপির নাজিরাবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ভুক্তভোগী স্থানীয় এবং পুলিশ সূত্রে জানাযায়, চর ইসলামপুর ইউপি নাজিরাবাড়ি গ্রামের হামদু মিয়ার স্ত্রী সুরাইয়া বাবার বাড়ি বিষ্ণুপুর ইউপির চতুরপুরে যাওয়ার সময় রামপুর এলাকায় পৌঁছলে উক্ত ৩ জন তাকে বাবার বাড়িতে পৌঁছে দিবে মর্মে সিএনজিতে তুলে উক্ত মহিলাকে পান খাইয়ে তাকে জ্ঞানহীন করে ফেলে তাকে (সুরাইয়া) দিয়ে নকল স্বর্ণের বার কিনাতে বাধ্য করে নগদ ১ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় সুরাইয়ার জ্ঞান ফিরলে সে চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন রাস্তায় নেমে আসে অনটেস্ট  সিএনজি ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে  অবশেষে ৩ জনকে আটক করেলেও  ১ জন পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে বিজয়নগর থানায় ফোন দিলে থানার এসআই ইউনুস সঙ্গীয় ফোর্স সহ হাতকড়া পরিয়ে আটক করে, জিজ্ঞাসাবাদ চলছে । 

 

 

কিউটিভি/আয়শা/২৯ জুন ২০২৪,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad