
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বাংলাদেশ বনাম ভারত (অনু-উর্ধ ১৬) প্রীতি ফুটবল ম্যাচ ২০২৪ খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গাজিরচট আকবর মন্ডল স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশের পক্ষে ঢাকা আশুলিয়ার’ গাজিরচট ফুটবল একাডেমী এবং ভারত, কলকাতার পক্ষে বেহালা সকার ফুটবল একাডেমীর মধ্যে এক মনমুগ্ধকর খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় বাংলাদেশের গাজিরচট ফুটবল একাডেমী’র সঙ্গে ভারতের বেহালা সকার ফুটবল একাডেমীর হাড্ডাহাড্ডি লড়াই হয়। পর্যায়ক্রমে ৯০ মিনিটের মধ্যে বাংলাদেশ দল ৫-০ গোলে ভারত দলকে পরাজিত করে। খেলা শেষে দুই দলকেই তাদের হাতে পুরুস্কারের ট্রফি তুলে দেয়া হয়। প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে ও ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সির সভাপতিত্বে দুই দেশের এ খেলার উদ্বোধক ছিলেন সাভার উপজেলার নির্বাহী অফিসার রাহুল চন্দ।
বিশেষ অতিথি ছিলেন পাথালিয়ার চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুরের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া, সাভার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা হাসান, শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ মোজাফফর হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল হুসাইন, ধামসোনার ৭নং ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী মোঃ শাকিল মুন্সি (উকিল), আবুল মুন্সী। এছাড়া ভারত বাংলাদেশের প্রীতি ম্যাচের মনমুগ্ধকর এ খেলা সাভার আশুলিয়ার হাজার হাজার দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।
কিউটিভি/আয়শা/২৯ জুন ২০২৪,/বিকাল ৪:০০





