
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় দৈনিক “যায়যায় দিনে’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় পত্রিকাটির এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় লন্ডোনার্সের সামনে থেকে একটি র্যালী নিয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন পত্রিকাটির আশুলিয়া প্রতিনিধি মোঃ শহীদুল্লাহ্ মুন্সী।
র্যালীতে অংশগ্রহণ করেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ শাফিন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান কবির, ঢাকা জেলা যুবলীগের সদস্য মোঃ মামুন, আশুলিয়া থানা যুবলীগের সদস্য মোঃ মাহফুজ আহমেদ, আশুলিয়া থানা তাঁতী লীগের সভাপতি মোঃ জাবেদ নিয়াজ, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ঈসমাইল হোসেন বকুল ভূঁইয়া সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
কিউটিভি/আয়শা/২৪ জুন ২০২৪,/বিকাল ৪:২৮





