রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৯:৪৫:১৯ এএম

ডেস্ক নিউজ : গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আজ সোমবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এলাকাগুলো হলো মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর ও গোপীবাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উল্লিখিত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

ঢাকার আশপাশের কয়েকটি জেলা ও ময়মনসিংহে গ্যাস বিতরণকারী সংস্থাটি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

কিউটিভি/অনিমা/১০ জুন ২০২৪,/সকাল ৯:৪৫

▎সর্বশেষ

ad