চৌগাছায় বেড়েই চলেছে গরুচুরি কৃষকরা দিশেহারা

Ayesha Siddika | আপডেট: ০৮ জুন ২০২৪ - ০৭:২৩:২২ পিএম

এম. এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রতিনিয়ত বেড়েই চলেছে কৃষকের গরুচুরি। চোরেরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ফলে হালের গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় প্রতি রাতেই গরু চুরির ঘটনা ঘটছে। শনিবার (৮জুন) ভোরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বহিলাপোতা গ্রামের আনিছুর রহমানের ৩টি গাভী চুরি করে নিয়ে গেছে চোরেরা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা। চোরেরা একটি দুধের গাভীর ১টি ছোট্ট বাছুর রেখে গেছে। যে গাভীটি ৬/৭ কেজি দুধ দিতো।

গাভীগুলির মালিক আনিছুর রহমান জানান, তার কোন আবাদি জমি নেই। গাভী পালন ও দুধ বিক্রি করেই চলে তার সংসার। কাঁদতে কাঁদতে তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমি গাভীগুলিকে খাবার দিয়ে ঘুমিয়েছি। সারাদিন কাজ করে ক্লান্ত থাকায় ঘুমিয়ে গিয়েছিলাম। শনিবার ভোরের দিকে কখন চুরি হয়ে গেছে বুঝতে পারিনি। চোরেরা একটি ছোট্ট বাছুর রেখে গেছে, যে গরুটি ৬/৭কেজি দুধ দিতো। তিনি আরও বলেন, তার বাড়ির ছাগল দুটিও নেয়ার জন্য রশি খুলেছিলো, তবে সে দুটি নিতে পারেনি। এখনও এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেননি বলে জানান তিনি। বিভিন্ন অঞ্চল ও বাজারে খুঁজে বেড়াচ্ছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি তার চুরি হওয়া গাভী উদ্ধারে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর অনুরোধ করেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে গ্রামটিতে গরু ছাগল চুরি বেড়ে গেছে। গ্রামের শেষ ও পাশের গ্রাম খড়িঞ্চা বাওড়ের ধার দিয়ে পাকা রাস্তা। গ্রামের লোকজনের ধারনা চোরেরা গরু ছাগল চুরি করে ওই রাস্তা দিয়ে গাড়িতে করে নিয়ে পালাচ্ছে বলে কেউ বুঝতেও পারছে না। এদিকে ২০ মে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মহিদুল ইসলামের বাড়ীতে হানা দিয়ে ৩টি গাভী ও ১টি ষাড় গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। যার বর্তমান বাজার মুল্য প্রায় ৫ লাখ টাকা। বুধবার (৮ মে) দিবাগত গভীর রাতে চৌগাছা পৌরসভার হুদোপাড়ার মহি উদ্দিনের ছেলে বিপুল হোসেনের নতুন গোয়াল ঘরে গরু তোলার প্রথম রাতেই চার গরু চুরি করে চোরেরা।

বিপুল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে তিনি বাড়ির একটি কাঁচা গোয়াল ঘরে গরু পালন করে আসছেন। নতুন গোয়াল থেকে তার একটি গাভী ও একটি বছুর, একটি উন্নত জাতের বকনা ও একটি এঁড়ে গরু নিয়ে যায় চোরেরা। আমি এ ঘটনার পরে পথের ফকির হয়ে গেছি। তিনি বলেন গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। ১৪ই জানুয়ারী রাতে চোরেরা শহরের তার্নিবাস গ্রামের বাসিন্দা উপাধ্যাক্ষ ড. আলাউদ্দীনের বাড়ী থেকে একটি ফ্রিজিয়ান জাতের লাল গাভী ও বাছুর চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরও করেন তিনি। ড. আলাউদ্দীন জানান, রাতে ঘুমাতে যাওয়ার সময় গরুর খাবার দিয়ে ও গোয়াল ঘরের দরজায় তালা মেরে আমরা ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে তিনটার দিকে গরুর খাবার দিতে গিয়ে দেখি গোয়াল ঘরে গরু নেই। চোরেরা গোয়ালের দরজার তালা ভেঙ্গে গরু ও গরুর বাছুর চুরি করে নিয়ে গেছে। গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। প্রতি রাতেই কোন না কোন গ্রামে চুরির ঘটনা ঘটছে। ফলে গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad