
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্ত শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া চাই” সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।শুক্রবার বিকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে এই মানববন্ধন করেন তারা। এসময় দ্রুত যদি এই অঞ্চলে কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্ত না হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারী সংকেতও দেন তারা।
শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে এবং মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আল-কামরান, মোঃ ইব্রাহীম, মোঃ ঈমন শিকদার, মোঃ ঈসমাইল হোসেন ঠান্ডু, মোঃ আলমগীর শেখ লালন, মোঃ তাজেরুল ইসলাম ও মোঃ মানিক সহ আরও অনেকে।তারা বক্তব্যে বলেন, ইতিমধ্যে চাঁদাবাজ এবং কিশোরগ্যাং এর বিরুদ্ধে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাঁর একার পক্ষে এই কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্ত করা সম্ভাব নয়। তাই সচেতন মহলসহ আমাদেরকেও এগিয়ে আসতে হবে। সাভার-আশুলিয়ায় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দিনদিন কিশোরগ্যাং ও চাঁদাবাজ বেড়েই চলছে। তারা নেশা করে ত্রাসের রাজত্ব কায়েম করেই যাচ্ছে।
এই নেশার টাকার জন্য তারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। এমনকি তাদের হামলায় অনেকেই পঙ্গুত্বময় জীবন-যাপন করছে। আবার শ্রমিকরা যখন বেতন পায়, তখন কারখানা থেকে বাসায় ফেরার পথে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ারও ঘটনা ঘটেছে। প্রশাসনের যদি নজর থাকতো তাহলে অতিদ্রুত এই কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্ত করা সম্ভব হতো। তাই এদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবীও জানান তারা প্রশাসনের প্রতি।
কিউটিভি/আয়শা/২৪ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩





