লালমনিরহাটে কুখ্যাত মাদক কারবারি মাদকসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ১৭ মে ২০২৪ - ০৪:২৪:১৭ পিএম

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৪১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কুখ্যাত মাদক কারবারি জয়নুল আবেদীন (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। শুক্রবার (১৭ মে) সকালে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম মাদকসহ কুখ্যাত মাদক কারবারি জয়নুল আবেদীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে র‍্যাব-১৩ এর একটি টহল দল হাতীবান্ধা উপজেলার ভোটমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত জয়নুল আবেদীন হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামের আজিম উদ্দিনের ছেলে। র‍্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‍্যাব-১৩ রংপুরের একটি টহল দল ভোটমারী বিছনদই বাজারে অভিযান চালায়। ওই সময় মাদকসহ বাহনের জন্য অপেক্ষায় ছিল জয়নুল আবেদীন। সেসময় র‍্যাবের টহল দল তাকে আটক করার তার সাথে থাকা ৪১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করেন।

র‍্যাব-১৩ রংপুরের মিডিয়া উইং এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, ‘নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ পায় র‍্যাব। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। আটক জয়নুল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে’। উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদক সেবন, পরিবহন ও বিক্রয় নির্মূলে বদ্ধ পরিকর। ইতোমধ্যে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান থেকে চিহ্নিত বেশ কিছু মাদক ব্যবসায়িদের গ্রেপ্তার করেন তারা।

 

 

কিউটিভি/আয়শা/১৭ মে ২০২৪,/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad