
ডেস্ক নিউজ : ক্র্যাভেন কটেজ থেকে সিটিকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দেয়ার ম্যাচে জোড়া গোল করেছেন ইয়োশকো ভার্দিওল। একটি করে গোল করেছেন ফিল ফোডেন ও হুলিয়ান আলভারেজ। প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকল আর্সেনাল ও ম্যানসিটি। যদিও এ মৌসুমের একটা সময় চ্যাম্পিয়ন হওয়ার পথে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। তবে শেষদিকে এসে পথ খুইয়েছে তারা। ক্রিস্টাল প্যালেস, এভারটনের মতো দলের বিপক্ষে হেরে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে তারা। আর সুযোগটা লুফে নিয়েছে ম্যানসিটি ও আর্সেনাল।
যদিও ওয়েস্ট হ্যামের বিপক্ষে সিটি মাঠে নামার আগেও কাগজে কলমে আশা টিকে ছিল অলরেডদের। ৩৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৮। কিন্তু সমান ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৮৫ হওয়ায় শেষ দুই ম্যাচের ফল আর কোনো কাজে দেবে না তাদের। অন্যদিকে সিটির পা না হড়কালে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হবে না আর্সেনালেরও। ৩৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮৩।
আর্সেনালকে পেছনে ফেলার ম্যাচে শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে আধিপত্য করেই খেলেছে সিটি। ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৬টি শট নিয়ে ৯টিই গোলমুখে রেখেছিল তারা। বিপরীতে মাত্র একটি শট গোলমুখে রাখতে পেরেছিল ওয়েস্ট হ্যাম।
ম্যাচ শুরুর ১৩তম মিনিটেই সিটিকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ভার্দিওল। ডি ব্রুইনার সঙ্গে বল দেয়া নেয়া করে ওয়েস্ট হ্যামের বক্সে ঢুকে পড়েন ভার্দিওল। মাথা ঠান্ডা রেখে গোলরক্ষককে পরাস্ত করে বল জড়ান জালে। প্রথমার্ধে অবশ্য নিজেদের জালে আর কোনো বল জড়াতে দেয়নি স্বাগতিকরা।
তবে তাদেরকে দ্বিতীয়ার্ধে স্বস্তিতে থাকতে দেননি সিলভা-ফোডেনরা। ৫৯তম মিনিটে বের্নার্দো সিলভার পাস বক্সে দখলে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। ১১ মিনিট পর ওয়েস্ট হ্যামের অফসাইড ফাঁদ এড়িয়ে ব্যবধান ৩-০’তে নিয়ে যান ভার্দিওল। সিলভার ক্রস শেষ মুহূর্তে পা বাড়িয়ে জালে জড়ান তিনি। তার আগে অবশ্য বলে পা লাগানোর চেষ্টা করেছিলেন নাথান আকে। তার পায়ে লাগলে সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যেত।
ম্যাচের ৮২তম মিনিটে মাঠে নেমে একটি গোল আদায় করে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। বক্সে ইসা দিওপের ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগান তিনি। তাতে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/রাত ১০:২১