ব্রেকিং নিউজ
রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

রাফা থেকে আরও ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের

Ayesha Siddika | আপডেট: ১১ মে ২০২৪ - ০৭:৪৯:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় সেনাবাহিনীর মুখপাত্র জানান, উত্তর গাজার জাবালিয়া এলাকার বাসিন্দা এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের এবং প্রতিবেশী আরও ১১টি এলাকার লোকজনদের গাজার পশ্চিমের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হচ্ছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩ লাখ গাজাবাসী আল-মাওয়াসির দিকে চলে গেছে। গাজার স্থানীয় বাসিন্দা, মানবিক গোষ্ঠীগুলো এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ উপেক্ষা করে রাফায় আরও তীব্র অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরাইল। গত সাত মাস ধরে চলা যুদ্ধে প্রায় ১ লাখেরও বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছিল।  

ইসরাইল বলেছে যে, হামাসের হাজার হাজার যোদ্ধাকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধে জিততে পারবে না।
অন্যদিকে  শুক্রবার (১০ মে) হোয়াইট হাউস বলেছে যে, তারা অত্যন্ত উদ্বেগের মধ্য দিয়ে ইসরাইলি অভিযানগুলিকে পর্যবেক্ষণ করছে। এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর মতে,  মধ্য গাজার বেশ কয়েকটি এলাকায় রাতভর ইসরাইলের হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 
গত ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের হামলার পর গাজায় হামলা চালানো শুরু করে নেতানিয়াহুর সরকার। অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

 

কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

▎সর্বশেষ

ad