আশুলিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে আলোচনা সভা

Ayesha Siddika | আপডেট: ১১ মে ২০২৪ - ০৩:০৭:৫১ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ (২০২৪-২০২৬) মেয়াদি আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশুলিয়ার জামগড়া চৌরাস্তার ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদের উদ্যোগে নির্বাচনি এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী মোঃ শাহ্ জালাল বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মিরধা বেলু, মোঃ ইকবাল হোসেন লস্কর।

আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ, সহ-সভাপতি জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদ আলী খান পাপ্পু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ  শাহাজাহান সুজন, মোঃ শুয়েবুর রহমান শুয়েব, দপ্তর সম্পাদক নিহার রায় ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমীনুল ইসলামসহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।

কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৩:০৩
▎সর্বশেষ

ad