ব্রেকিং নিউজ
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির ভোটাভুটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : পররাষ্টমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের অসাংগঠনিক তৎপরতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পেলেন কুড়িগ্রামের এসএম আব্রাহাম লিংকন বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী ড্যাফোডিল ইউনিভার্সিটির ফায়াজুন্নেসা চৌধুরী পেলেন ইউজিসি ফেলোশিপ বেড়েছে সবজি,গরুর মাংসের দাম

হালান্ডের চার গোলে ম্যানসিটির বিশাল জয়

Ayesha Siddika | আপডেট: ০৫ মে ২০২৪ - ১০:৫৩:৫০ এএম

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা-লড়াই প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। বোর্নমাউথকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। এরপর একটুখানি পা হড়কালেই বিপদ হতে পারে; এমন সমীকরণের ম্যাচে গোল উৎসব করে জিতলো ম্যানচেস্টার সিটি। দলের দাপুটে জয়ে একাই চার গোল করলেন সিটির তারকা  আর্লিং হালান্ড।

আজ ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গানারদের কঠিন বার্তা দিয়ে রাখলো পেপ গার্দিওলার শিষ্যরা। ৩৬ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৮৩ পয়েন্ট। সিটির পয়েন্ট ৮২। অর্থাৎ শীর্ষ দুই দলের পয়েন্টের ব্যবধান মাত্র ১। তবে তুলনায় সিটি সুবিধাজনক অবস্থানে আছে। কারণ তারা ম্যাচ খেলেছে ৩৫টি। মৌসুমের বাকি সময়ে আর তিনটি জয় পেলেই টানা চতুর্থ লিগ শিরোপা ঘরে তুলবে সিটিজেনরা। তাদের হতাশ করতে হলে আর্সেনালকে জিততে হবে তাদের বাকি দুই ম্যাচেই।  

ম্যাচের শুরুতে অবশ্য ভাগ্যের পরশ পেয়েছে ম্যানসিটি। কারণে দ্বাদশ মিনিটে পেনাল্টির যে সিদ্ধান্ত রেফারি গ্রেইগ পাউসন দিয়েছেন, তা আসলে একপ্রকার উপহার বলা চলে। এমন সুযোগ হেলায় নষ্ট করেননি হালান্ড। উলভসের গোলকিপার হোসে সা-কে সহজেই পরাস্ত করেন তিনি। ৩৫তম মিনিটে রদ্রির ভাসিয়ে দেওয়া ক্রসে দারুণ হেডে বল জালে জড়ান নরওয়েজিয়ান স্ট্রাইকার।  

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে হালান্ডকে বক্সের ভেতরে ফেলে দেন উলভসের ডিফেন্ডার নেলসন সেমেদো।  ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান র্বেফারি। এবার বাঁ পায়ের বুলেটগতির শটে নিজের হ্যাটট্রিক তুলে নেন হালান্ড। সিটির জার্সিতে এটি তার ষষ্ঠ হ্যাটট্রিক। টুর্নামেন্টের ইতিহাসেই তার চেয়ে বেশি হ্যাটট্রিক আছে মাত্র সাত খেলোয়াড়ের।  

এদিকে দ্বিতীয়ার্ধে স্রোতের বিপরীতে গোলের দেখা পায় উলভস। ৫৩তম মিনিটে আচমকা গোলটি করেন হুয়াং হি-চান। তবে এক মিনিট পরেই ফের তাদের জাল কাঁপান হালান্ড। এবার ফিল ফোডেনের দারুণ এক পাসে লক্ষ্যভেদ করেন তিনি। এ নিয়ে চলতি লিগ মৌসুমে ২৫তম গোল হলো তার। দ্বিতীয় স্থানে থাকা আলেকসান্দার ইসাক ও কোল পালমারের চেয়ে এখন পর্যন্ত ৫ গোল বেশি নিয়ে গোল্ডেন বুট জেতার দ্বারপ্রান্তে হালান্ড।  

উলভসকে নিয়ে হালান্ডের ছেলেখেলা চার গোল পর্যন্ত স্থায়ী হয়। এরপর শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে গোল করেন হুলিয়ান আলভারেজ। বাকি সময় আর কোনো গোল না পেলেও বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।  এ নিয়ে লিগে টানা ২০ ম্যাচ ধরে অপরাজিত রইলো তারা। এর মধ্যে শেষ ছয়টিতেই এলো জয়।

 

 

কিউটিভি/আয়শা/০৫ মে ২০২৪,/সকাল ১০:৫০

▎সর্বশেষ

ad