ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির ভোটাভুটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : পররাষ্টমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের অসাংগঠনিক তৎপরতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পেলেন কুড়িগ্রামের এসএম আব্রাহাম লিংকন বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী ড্যাফোডিল ইউনিভার্সিটির ফায়াজুন্নেসা চৌধুরী পেলেন ইউজিসি ফেলোশিপ বেড়েছে সবজি,গরুর মাংসের দাম নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন

ইরানে ইসরায়েলের হামলায় সায় ছিল না যুক্তরাষ্ট্রের : মার্কিন সংবাদমাধ্যম

Ayesha Siddika | আপডেট: ২০ এপ্রিল ২০২৪ - ০২:২৮:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে গত ১ এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আজ শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। সূত্রের বরাতে এনবিসি ও সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, হামলার ব্যাপারে ওয়াশিংটনকে আগেই জানিয়েছিল ইসরায়েল।

ইরানে ইসরায়েল হামলা চালাতে পারে বলে আগেই জানতে পেরেছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটি এই হামলাকে সমর্থন দেয়নি। এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। সংশ্লিষ্ট সূত্রের বরাতে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম এমন খবর জানিয়েছে। কয়েকজন কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের অভ্যন্তরে হামলা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, কোনো পারমাণবিক কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়নি।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, বৃহস্পতিবার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বলেছিল তারা কয়েক দিনের মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে। ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এ হামলাকে সমর্থন জানাইনি।’ ইরানে ইসরায়েলি হামলার ব্যাপারে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এএফপির এক প্রশ্নের জবাবে পেন্টাগন কর্তৃপক্ষ বলেছে, ‘এ মুহূর্তে আমাদের কিছু বলার নেই।’

সূত্র : এএফপি

 

 

কিউটিভি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/দুপুর ২:২৪

▎সর্বশেষ

ad