ব্রেকিং নিউজ
দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেফতার বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২ জনের নামে মামলা নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার ৩ জন আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শহিদুর রহমান লুৎফর রহমান এর কলামঃ কোথাও বেজেছে পাখোয়াজ

ভারতকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশ কত?

Ayesha Siddika | আপডেট: ০৩ মে ২০২৪ - ০৬:০৬:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকে শীর্ষে উঠে গেল অস্ট্রেলিয়া। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। এক ধাপ পিছিয়ে ১২০ রেটিং পয়েন্ট নিয়ে ভারত এখন দুইয়ে অবস্থান করছে। 

৯৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড, ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে পাকিস্তান, ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে সাতে শ্রীলংকা ও ৮২ রেটিং পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ। 

এদিকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান। তাদের মধ্যে ২৩ রেটিং পয়েন্ট নিয়ে দশে জিম্বাবুয়ে, ১৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আয়ারল্যান্ড ও কোনো রেটিং পয়েন্ট না পাওয়া আফগানদের অবস্থান পয়েন্ট টেবিলের ১২ নম্বরে।

২০২১ সালের মে থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সময়ে এই বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদ করা হয়েছে। যেখানে প্রথম দুই বছরের (২০২১ মে থেকে ২০২৩ মে) পারফরম্যান্সকে ৫০ শতাংশ ধরা হয়েছে। আর ২০২৩ সালের মে থেকে ২০২৪ সালের মে মাসের পারফরম্যান্স পূর্ণমান হিসেবে ধরা হয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/০৩ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad