বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ‘মজিদ-নাহার’ নামে একটি সংগঠন ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছে। এসব উপহারের মধ্যে ছিলো পোলাওয়ের চাল, তেল, সেমাই, আটাসহ ১০ ধরণের পণ্য। এসব পণ্য পেয়ে অসহায় মানুষগুলোর পরিবারে যেন খুশির ঝিলিক।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ১২০০ টাকার হিসেবে মোট ছয় লাখ টাকার ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো, জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন মজিদ-নাহার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু। অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানান।
কিউটিভি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৮