
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান ক্রিকেটে যে ঝড় উঠেছিল, তা যেন থামছেই না। বোর্ডরুম থেকে শুরু করে খেলার মাঠ পর্যন্ত সে ঝড়ের আঁচ পাওয়া যাচ্ছে। এই কোচ বদলাচ্ছে তো এই অধিনায়ক পাল্টে যাচ্ছে। পিসিবি প্রধানের চেয়ার নিয়ে তো রীতিমত মিউজিক্যাল চেয়ার চলছে!
এসবের মধ্যেই এবার দেশটির শীর্ষ গতিতারকা এবং সদ্য সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সঙ্গে লেগে গেছে পিসিবির। শাহিনকে সরিয়ে বাবর আজমকে নেতৃত্ব ফিরিয়েছে পিসিবি। কিন্তু সে সিদ্ধান্তের কথা জানানোর পর শাহিন আফ্রিদির নামে একটি বিবৃতি প্রচার করে পিসিবি, যাতে প্রকাশ পায় বাবরের প্রতি শাহিনের শ্রদ্ধাবোধ।
এমন ভুয়া বিবৃতি প্রকাশে ক্ষুদ্ধ হয়ে পাল্টা বিবৃতি দিতে উদ্যত হয়েছিলেন শাহিন। তবে পিসিবি তাকে কোনোরকমে তেমন কিছু করা থেকে বিরত রেখেছে। তাতে অবশ্য ঘটনার ঝাঁজ কমেনি। শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে ক্ষোভ ঝাড়বেন শাহিন।
কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/রাত ৯:৩০