ব্রেকিং নিউজ
ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

বিবৃতিকাণ্ডে মুখোমুখি অবস্থানে শাহিন ও পিসিবি

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ - ০৯:৩০:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান ক্রিকেটে যে ঝড় উঠেছিল, তা যেন থামছেই না। বোর্ডরুম থেকে শুরু করে খেলার মাঠ পর্যন্ত সে ঝড়ের আঁচ পাওয়া যাচ্ছে। এই কোচ বদলাচ্ছে তো এই অধিনায়ক পাল্টে যাচ্ছে। পিসিবি প্রধানের চেয়ার নিয়ে তো রীতিমত মিউজিক্যাল চেয়ার চলছে!

এসবের মধ্যেই এবার দেশটির শীর্ষ গতিতারকা এবং সদ্য সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সঙ্গে লেগে গেছে পিসিবির। শাহিনকে সরিয়ে বাবর আজমকে নেতৃত্ব ফিরিয়েছে পিসিবি। কিন্তু সে সিদ্ধান্তের কথা জানানোর পর শাহিন আফ্রিদির নামে একটি বিবৃতি প্রচার করে পিসিবি, যাতে প্রকাশ পায় বাবরের প্রতি শাহিনের শ্রদ্ধাবোধ।

কিন্তু এখন শাহিন আফ্রিদি জানাচ্ছেন, তার নামে যে বিবৃতি প্রকাশ করেছে পিসিবি, সে কথাগুলো আসলে তিনি বলেননি। মনগড়া এক বিবৃতিতে তার নাম যুক্ত করে পিসিবি মিথ্যাচার করেছে বলে অভিযোগ। বলে রাখা ভালো, আলোচিত সে বিবৃতিতে পিসিবির ভাষ্য অনুযায়ী শাহিন বলেন, ‘আমি তার (বাবর) নেতৃত্বে খেলেছি এবং তার প্রতি আমার শুধুই শ্রদ্ধা রয়েছে। মাঠ এবং মাঠের বাইরে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা সবাই এক। আমাদের লক্ষ্যও একটাই, পাকিস্তানকে বিশ্বের সেরা দল বানানো।’

এমন ভুয়া বিবৃতি প্রকাশে ক্ষুদ্ধ হয়ে পাল্টা বিবৃতি দিতে উদ্যত হয়েছিলেন শাহিন। তবে পিসিবি তাকে কোনোরকমে তেমন কিছু করা থেকে বিরত রেখেছে। তাতে অবশ্য ঘটনার ঝাঁজ কমেনি। শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে ক্ষোভ ঝাড়বেন শাহিন।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad