
ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার সময় জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রটের কনফারেন্স কক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (পিবিআই) আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (নৌপুলিশ) মিনা মাহামুদ, বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. মাহামুদুল আলম, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার, নাজনীন আক্তার, শহিদুল ইসলাম, মওদুদ আহমেদ, এসিস্ট্যান্ট জজ মো তরিকুল ইসলাম, এসিস্ট্যান্ট জজ মফিজুর রহমান, পিপি সভাপতি আব্দুল মতিন, স্পেশাল পিপি লাবলু মোল্লা, আবুল হাসান মৃধা, জেল সুপার বজলুর রশিদ, কোর্ট ইনস্পেকটর জালাম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, ওসি ডিবি ফখরুদ্দিন আহম্মেদ, ওয়াহিদ পারভেজ, মোল্লা সাহেব আলি রাজিব খান, মোজাহিদুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ।
কিউটিভি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/বিকাল ৩:১৯