ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যুক্তরাষ্ট্র টি-২০ দলে নিউজিল্যান্ডের কোরি এন্ডারসন

Anima Rakhi | আপডেট: ২৯ মার্চ ২০২৪ - ০৯:০৬:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি এন্ডারসন। আগামী মাসে ঘরের মাঠে কানাডার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য এন্ডারসনকে অন্তর্ভুক্ত করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

২০১২ সালে টি-টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এন্ডারসনের। ২০১৮ সালে কিউইদের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। জাতীয় দলে জায়গা না পাওয়ায় ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এন্ডারসন। 

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে তিন বছর সেখানে বসবাস করেন এন্ডারসন। গত বছর তিনি যুক্তরাষ্ট্রের  নাগরিকত্ব লাভ করেন। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে ২৮ ইনিংসে ১৪৬ স্ট্রাইক রেটে ৯শ’ রানের বেশি করেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ পেয়েছেন ৩৩ বছর বয়সী এন্ডারসন। 

নিউজিল্যান্ডের হয়ে ১৩ টেস্টে ৬৮৩, ৪৯ ওয়ানডে ১১০৯ ও ৩১ টি-টোয়েন্টিতে ৪৮৫ রান করেছেন এন্ডারসন। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এই বাঁ-হাতি ব্যাটার। পরবর্তীতে এন্ডারসনের রেকর্ড ভাঙ্গেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

এন্ডারসন ছাড়াও কানাডার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্র দলে জায়গা পেয়েছেন ভারতের হারমিত সিং, মিলিন্দ কুমার, কানাডার সাবেক অধিনায়ক নিতিশ কুমারের মত ক্রিকেটাররা। 

ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কানাডার পর মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। ওই সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। আর কানাডার সাথে ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। 

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডার সাথে একই গ্রুপে আছে যুক্তরাষ্ট্র।
 
যুক্তরাষ্ট্র দল : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রিয়েস গুস, কোরি এন্ডারসন, গজানন্দ সিং, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রাবলকার, শ্যাডলি ফন শাকওয়াইক, স্টিভেন টেলর ও উসমান রফিক। 

কিউটিভি/অনিমা/২৯ মার্চ ২০২৪/রাত ৯:০৬

▎সর্বশেষ

ad