
ডেস্ক নিউজ : ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তবে এ জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদ (আরএম জি টিসিসি) সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তিন পক্ষ মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, আগামী ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা এই সেক্টরে কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো ইতোমধ্যে সমাধান হয়ে গেছে।
তিনি বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। এ জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবেন তা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে। প্রতিমন্ত্রী বলেন, তিনপক্ষ মিলে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। আশা করি এ সিদ্ধান্তগুলোর আলোকে আগামী ঈদ শুভ হবে, সুন্দর হবে।
কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩০






