দুর্গাপুরে নেশার ট্যাবলেট সহ আটক ১

Ayesha Siddika | আপডেট: ১৯ মার্চ ২০২৪ - ০৭:৩২:৪০ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ (একশত) পিচ নেশার ট্যাবলেট টেপেনটাডল সহ মোঃ জসিম মিয়া (২১) নামে একজন কে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের বারোমারি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মোঃ আব্দুল ছালামের ছেলে।

এ নিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সোমবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের বারমারী গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের ব্রিজের উপর থেকে জসিম মিয়া (২১) কে আটক করা হয়।

পরে তাঁর কাছে থেকে ১০০পিস নেশার ট্যাবলেট টাপেন্টাডল উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। মাদক নিয়ে অভিযান অব্যাহত থাকবে।

 

কিউটিভি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad