নেত্রকোনার কৃষক আবু চান হত্যা মামলায় একজন গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ১১ মার্চ ২০২৪ - ০৫:২৬:০১ পিএম

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃষক আবু চান হত্যা মামলায় সাখাওয়াত হোসেনকে (৩৮) মামলা দায়েরের প্রায় তিন বছর পর গ্রেপ্তার করেছে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাখাওয়াত নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের মোঃ রহিছ উদ্দিনের ছেলে। রোববার বিকেলে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সাতদিনের রিমান্ড চেয়ে সোমবার পুলিশ তাকে আদালতে পাঠায়।

জানা গেছে, নেত্রকোনার গোবিন্দশ্রী গ্রামের কৃষক আবু চানের সাথে দীর্ঘদিন একই গ্রামের মোঃ রহিছ উদ্দিনের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২০২১ সালের ১৪ মে দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। পরে একই মাসের ১৮ মে জমি সংক্রান্ত কাগজ নিয়ে আবু চান খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে যাচ্ছিলেন। যাবার পথে মেন্দিপুর (বাবনীকোনা) বাওয়াচ হাওরে কৃষক আবু চানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ওইদিন বিকেলে নিহত কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ আবুল হোসেন বাদী হয়ে একই গ্রামের মোঃ রহিছ উদ্দিন, মোঃ ছোট্টন মিয়া, মনোয়ার হোসেন, বাশার, খায়রুল, মোঃ সানোয়ার হোসেন, লিংকন, হালিম, মোঃ সিদ্দিক মিয়া, বাচ্চু মিয়ার নাম উল্লেখ ও অজ্ঞাত ৭-৮জনকে আসামি করে ওই বছরের ২০ মে খালিয়াজুরী থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় রোববার বিকেলে ডিবি পুলিশ সাখাওয়াত হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায়।

নেত্রকোনা ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, চান মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে সাখাওয়াত হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

কিউটিভি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:২০

▎সর্বশেষ

ad