ব্রেকিং নিউজ
দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেফতার বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২ জনের নামে মামলা নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার ৩ জন আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শহিদুর রহমান লুৎফর রহমান এর কলামঃ কোথাও বেজেছে পাখোয়াজ

হেলিকপ্টারে চড়ে এলাকায় এলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রবাসী মিন্টু মৃধা

Ayesha Siddika | আপডেট: ০২ মার্চ ২০২৪ - ০৭:২০:২৪ পিএম
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে সুদুর ইটালী থেকে দেশে ফিরলেন মোঃ মাজিদুল ইসলাম ওরফে মিন্টু মৃধা। শনিবার বেলা ২টার দিকে তিনি হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর খেলার মাঠে এসে পৌঁছেন। এসময় শোভাকাঙ্খী, সমর্থকসহ শত শত মানুষ তাকে স্বাগত জানান। পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।  পরে উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান মিন্টু মৃধা। 
জানা যায়, উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য, মনিয়ন্দ গ্রামের মরহুম হাজী ছনু মৃধার ছেলে মোঃ মাজিদুল ইসলাম ওরফে মিন্টু মৃধা।  তিনি মনিয়ন্দ ইউনিয়নের ছাত্রলীগের তিন বারের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ দিন ধরে তিনি ইটালীতে ব্যবসা করেন।  নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই মিন্টু মৃধা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেন। তার ভক্ত—সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আগামী মে মাসে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাবনা থাকায় দেশে ফিরে এলেন মিন্টু মৃধা। 
এদিকে মিন্টু মৃধাকে গ্রহণ করতে শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউন করে চানপুর মাঠে জড়ো হন তার ভক্ত—সমর্থকেরা। এসময় মিন্টু ভাই, মিন্টু ভাই স্লোগান দেয় উপস্থিত লোকজন।  জানতে চাইলে মিন্টু মৃধা বলেন, আমার বাবা মরহুম হাজী ছনু মৃধা আওয়ামীলীগ পাগল ছিলেন।  আওয়ামীলীগের বিরুদ্ধে কোন কথা বললে তিনি মানতে পারতেন না। বাবার আদর্শকে লালন করে বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এজন্য আমি ইটালী থেকে দেশে এসেছি। জনগণ যদি আমাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেন। তাদের জন্য কাজ করার সুযোগ দেয়। তাহলে সুখে দুখে আমি তাদের পাশে থাকব ইনশাল্লাহ। আমি আখাউড়া উপজেলাকে মাদকমুক্ত একটি মডেল উপজেলা গড়তে ভূমিকা রাখব। তিনি সবার কাছে দোয়া চান।

 

 

কিউটিভি/আয়শা/০২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

▎সর্বশেষ

ad