ছেলের কাচ্চি খাওয়ার আবদার পূরণ করতে গিয়ে আগুনে ছাই হলেন মা

Ayesha Siddika | আপডেট: ০১ মার্চ ২০২৪ - ০৩:২২:৫১ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ছেলে আরহামের কাচ্চি খাওয়ার আবদার করে। পরে হাতিরঝিলের বাসা থেকে বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় যান এশা। সঙ্গে খালাত বোন ও তার ২ সন্তানকেও নিয়ে যান।

আগুন লাগার পর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের দ্বিতীয় তলার এ রেস্তোরাঁ ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় তার সঙ্গের ৪ জন বের হতে পারলেও এশা আটকরা পড়েন। আগুনে পুড়ে মৃত্যু হয় এশার। এশা পিরোজপুর শহরের নড়াইলপাড়া এলাকার নাদিম আহমেদের স্ত্রী। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এদিকে তার মৃত্যুর খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা তাদের শহরের নড়াইলপাড়া এলাকার বাড়িতে ভিড় করে। তবে এশার মরদেহ ঢাকা থেকে নিয়ে রওনা হয়েছে পরিবারের লোকজন। শুক্রবার বিকেলে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে এশার মরদেহ দাফন করা হবে। 

 

কিউটিভি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad