পাটগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৪ - ০৬:১৯:০২ পিএম

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শ্রী কৃষ্ণ কুমার (২২) নামে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার  (১৩ ফেব্রুয়ারী) বিকেলে পাটগ্রাম থানায় সপর্দ করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ নিশ্চিত করেন।

এর আগে সকালে উপজেলার বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তে মেইন ৮৩৪ পিলারের কাছে দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হন তিনি। শ্রী কৃষ্ণ কুমার ভারতের পশ্চিমবঙ্গের মধুবনী জেলা সদরের ধুমরিয়া গ্রামের শ্রী রাজগীরের ছেলে।

তিস্তা-২ ব্যাটালিয়ান ৬১ বিজিবির ধবলসুতি বিওপি ক্যাম্পের হাবিলদার মো. বেলাল হোসেন  বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় ওই নাগরিককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad