
ডেস্ক নিউজ : সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রহমত উল্লাহর মা মমতাজ বেগম। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজনে ‘আইন প্রয়োগকারী সংস্থার হাতে গুম হওয়া রহমত উল্লাহকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে’ এ সংবাদ সম্মেলন করা হয়।
মমতাজ বেগম জানান, তার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত না। কারো সঙ্গেও বিবাদও নেই। তিনি বলেন, প্রায় পাঁচ মাস ধরে রহমত উল্লাহর খোঁজ পাচ্ছি না। র্যাবের পোশাক এবং সাদা পোশাকের একটি দল তাকে তুলে নিয়ে গেছে।
রহমত উল্লাহর বোন রাজিয়া আক্তার বলেন, তাদের বাড়ি মানিকগঞ্জের ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে। রহমত উল্লাহ বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। তাদের বাবা অনেক আগেই মারা গেছেন। তারা তিন ভাইবোন।
আর কোনো মায়ের কোল যেন খালি না হয় সেই দাবি জানিয়ে রহমত উল্লাহকে ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুল আবেদন জানান মায়ের ডাক সংগঠনের সদস্যরা।
কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২





