
ডেস্ক নিউজ : ১৯১০ সালের কথা। ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার মাজাহির উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস কয়েকজন দিনমজুর মুসলমানকে ইসলামি শিক্ষায় দীক্ষিত করতে মেওয়াত অঞ্চলে একটি ইসলামি শিক্ষাকেন্দ্র চালু করেন। ভারতের হরিয়ানা ও রাজস্থানের উত্তরে জনবিরল এক অঞ্চলের নাম মেওয়াত। সেখানে পরবর্তীতে প্রায় ১০ বছরে এ শিক্ষাধারা অব্যাহত ছিল।
১৯৪৪ সালে মাওলানা ইলিয়াস এর ইন্তেকালের পর তার ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভীকে তাবলিগের আমির করা হয়। অবশ্য ঢাকায় তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে। মাওলানা আবদুল আজিজের প্রচেষ্টায় তাবলিগ সারা দেশে ছড়িয়ে পড়ে। মাওলানা আবদুল আজিজ ছিলেন বাংলাদেশে তাবলিগ জামাতের প্রথম আমির।
১৯৬৫ সালে মাওলানা ইউসুফ কান্ধলভীর মৃত্যুর পর দিল্লিতে মাওলানা এনামুল হাসানকে তাবলিগের আমির করা হয়। বর্তমানে ১৫০টির বেশি দেশে মাওলানা ইলিয়াস কান্ধলভীর প্রবর্তিত এ তাবলিগের কার্যক্রম চলছে।
কিউটিভি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪০