
ডেস্ক নিউজ : বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের বিকাশ সর্বদা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বুধবার রাতে ঢাকায় ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ভারতীয় হাইকমিশনার ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং স্থিতিশীল, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশিদের পাশে থাকার ব্যাপারে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মন্ত্রিসভার সদস্য, রাজনীতিক, নাগরিক সমাজের সদস্য, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জ্যেষ্ঠ সাংবাদিকরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
কিউটিভি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০৮