ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

পতনের পরদিনই বড় রেকর্ড পুঁজিবাজারে

Ayesha Siddika | আপডেট: ২২ জানুয়ারী ২০২৪ - ০৩:৫৫:০১ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২২ জানুয়ারি) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে সোমবার ৬ মাস পর ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার। এর আগে সবশেষ লেনদেন ১ হাজার কোটির ঘর ছাড়িয়েছিল গত বছরের ১৮ জুলাই। সেদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।

 
ডিএসইতে এদিন বেড়েছে সবকটি সূচকের মানও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪ দশমিক ৩০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১৪৭ দশমিক ৬৪ পয়েন্ট ও ১ হাজার ৩৮০ দশমিক ৭৫ পয়েন্টে।
 
এছাড়া সোমবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২০৭টি কোম্পানির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম। এ ছাড়া অ্যাসোসিয়েট অক্সিজেন, ওরিয়ন ইনফিউশন, লাফার্জহোলসিম, কর্নফুলি ইন্সুরেন্স, দেশবন্ধু পলিমার, সি পার্ল,  বীচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্সুরেন্স ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে পতন অব্যাহত রয়েছে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে। এদিন সিএসইতে কমেছে চারটি সূচকের মান। সোমবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৩৫ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৫০ দশমিক ৯২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৯১৩ দশমিক ১৯ পয়েন্টে ও ১ হাজার ২৮০ দশমিক ৮৪ পয়েন্টে।

আর সিএসআই সূচক শূন্য দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ দশমিক ০৭ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক অবস্থান করছে ১৩ হাজার ৩৫৪ দশমিক ৬২ পয়েন্টে। সূচক বেড়েছে ৯৮ দশমিক ৯৩ পয়েন্ট। এদিকে, সোমবার সিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৯ কোটি ৭ লাখ টাকা। সিএসইতে ২৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউটিভি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৪

▎সর্বশেষ

ad